রাজধানীর মুগদা থানার বিশ্বরোডে ট্রাক চাপায় শাহরিয়ার আলম আকাশ (২৭) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বুধবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ জাগো বাংলাদেশ পরিবেশ ফেডারেশন নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বলে পুলিশ জানায়।
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মাঈনুল খান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মুগদা বিশ্ব রোডে সিঙ্গার শো রুমের সামনে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি মালবাহী ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আকাশের মৃত্যু হয়।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান মঈনুল।
তিনি বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকের চালক ও সহকারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা করা হবে।
বিডি-প্রতিদিন/ ১২ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন