জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নগরীর শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি হাতে নিয়েছে। এবার মহানগর এলাকায় ৬০ হাজার ১৩৮ জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রাসিক। এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম-উল-আযীম এ তথ্য জানান।
বিডি-প্রতিদিন/১২ নভেম্বর ২০১৫/শরীফ