চট্টগ্রাম মহানগরীর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড ছাত্র শিবিরের অর্থ সম্পাদকসহ শিবিরের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বাকলিয়া সরকারি বিএড কলেজের পাশে শিবিরের একটি ম্যাসে গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: অর্থ সম্পাদক মো. মাঈনুদ্দিন সিফাত (২১), খায়রুল আবেদীন রনি (২১), ফারহান নাছির (১৮) ও আব্দুল কাইয়ুম (১৮)।
বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, শিবিরের একটি ম্যাসকে অফিস হিসেবে ব্যবহার করে তারা দলীয় কর্মকান্ড চালিয়ে আসছিল। সেখান থেকে চাঁদা আদায়ের রশিদ, বিভিন্ন স্কুল কলেজের সদস্যদের তালিকা উদ্ধার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১২ নভেম্বর, ২০১৫/ রশিদা