চট্টগ্রাম মহানগরের মেহেদিবাগ এলাকার ইক্যুইটি সানতারা অ্যাপার্টমেন্টের গৃহকর্মী বালি আক্তার পলির (১৪) মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে। পুলিশ বলছে, রেলিং দিয়ে ওড়না পেঁচিয়ে নিচে নামার সময় পড়ে গেলে তার মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ, পরিবারের গৃতকর্তা নির্যাতন করে নিচে ফেলে দেন।
বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত গৃহকর্মী পলির বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায়।
চকবাজার থানা সূত্রে জানা যায়, মেহেদিবাগে ১২ তলা অ্যাপার্টমেন্টের সাত তলায় ব্যবসায়ী ইমতিয়াজ উদ্দিনের বাসায় কাজ করত পলি। বৃহস্পতিবার ভোরে বাসার নিচে পড়ে এক কিশোরি মৃত্যুর খবর পেয়ে পুলিশ ওই ভবনে যায়। কিন্তু পুলিশ যাবার আগেই বাসার লোকজন পলিকে পাশ্ববর্তী একটি ক্লিনিকে নিয়ে যায়। পরে সেখান লাশ ময়নাতদন্তের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
চকবাজার থানার ওসি আজিজ আহমেদ বলেন, বাসার লোকজন পলিকে বকা দিলে সে লুকিয়ে ওড়নায় ঝুলে নিচে নেমে পালাতে চেয়েছিল। এ সময় ওড়না ছিঁড়ে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তবে স্থানীয়দের দাবি, পলিকে নির্যাতন করে সাততলা থেকে ফেলে দেয়া হয়েছে। ওই বাসায় একই বয়সী ৪ জন গৃহকর্মী কাজ করে। বাসায় বিভিন্ন ধরনের লোকজনের আসা-যাওয়া করত।
বিডি-প্রতিদিন/১২ নভেম্বর, ২০১৫/মাহবুব