বরিশাল নগরীর সাগরদী ও রূপাতলী হাউজিং বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন বিক্রি ও ব্যবহারের দায়ে ১১টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৩ হাজার টাকা জরিমানা আদায় এবং ১০ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কল্যাণ চৌধুরী এবং পাপিয়া সুলতানার নেতৃত্বে অভিযান পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক সুকুমার বিশ্বাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে ইব্রাহীম জাফরের দোকান থেকে ২ হাজার, সাইফুল ইসলামের কাছ থেকে ২ হাজার, সুমন হোসেনের কাছ থেকে ২ হাজার নাসির উদ্দিনের কাছ থেকে ১ হাজার, হারুন গাজীর কাছ থেকে ১ হাজার, মো. দুলালের দোকান থেকে ১ হাজার, মো. জুয়েলের দোকান থেকে ১ হাজার, মোশারফ হোসেনের দোকান থেকে ১ হাজার, রাতুল ইসলামের কাছ থেকে ১ হাজার, সেলিম হাওলাদারের দোকান থেকে ৫শ এবং হাসান বিশ্বাসের দোকান থেকে ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়। পরে এসব ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১০ কেজি পলিথিন উদ্ধারের পর সেগুলো পুড়িয়ে ফেলা হয়।
বিডি-প্রতিদিন/১২ নভেম্বর, ২০১৫/মাহবুব