সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পাথর উত্তোলনের সময় গর্তে মাটি চাপা পড়ে এক কিশোরী নিহত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সংগ্রাম সীমান্ত ফাঁড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাবিনা বেগম গোয়াইনঘাট উপজেলার রসুলপুর গ্রামের মৃত বসু মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সংগ্রাম সীমান্ত ফাঁড়ি এলাকায় মাটি খনন করে পাথর উত্তোলন করার সময় মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই সাবিনা মারা যায়।
খবর পেয়ে গোয়াইনঘাট থানার এস আই আবু বক্কর সিদ্দিক লাশ উদ্ধার করেন।
বিডি-প্রতিদিন/১২ নভেম্বর, ২০১৫/মাহবুব