ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড হাসপাতাল) সংলগ্ন ডাস্টবিন থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুই শিশুর ভ্রুণ উদ্ধার করা হয়েছে। বিকেল ৪টার দিকে হাসপাতালের ৩ নম্বর গেট সংলগ্ন ওই ডাস্টবিন থেকে ভ্রুণ দু'টি উদ্ধার করা হয়।
ভ্রুণ দু'টি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, উদ্ধারকৃত ভ্রুণ দু'টি ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/১২ নভেম্বর ২০১৫/ এস আহমেদ