নৌমন্ত্রী শাহজাহান খান বলেছের, নাবিকরা আমাদের জাতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজগুলোকে বিশ্বের বন্দরে নিয়ে যাচ্ছে। এর মাধ্যমে বহির্বিশ্বে আমাদের দেশের দূত হিসেবে ভূমিকা রাখছেন তারা। দেশি-বিদেশি অনেক বাণিজ্যিক জাহাজ ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট ও মেরিন একাডেমির কর্মকর্তারা পরিচালনা করছেন।
নৌমন্ত্রী বুধবার সকালে চট্টগ্রাম ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের (এনএমআই) ১৫তম এবং মাদারিপুর শাখার চতুর্থ ব্যাচের পাসিং আউট কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্বাধীনতা বিরোধী শক্তির ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়ে নৌমমন্ত্রী বলেন, আমরা চাই বাংলাদেশকে এগিয়ে নিতে। দেশের সামগ্রিক উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। এরই মধ্যে অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে গেছে। তিনি বলেন, বাংলাদেশ নিয়ে বিশ্বের মানুষ এখন ভাবছে। আমরা অর্থনৈতিকভাবে যেভাবে এগিয়ে গেছি তা বিস্ময়কর।
শিপিং সেক্টরে দক্ষ মানব সম্পদ সৃষ্টির লক্ষ্যে ট্রেনিং ইনস্টিটিউটসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ১৫তম ব্যাচে ১৫৭ জন প্রশিক্ষণ শেষ করে কর্মজীবনে পদার্পণ করতে যাচ্ছে। যা আমাদের জন্য আনন্দের সংবাদ।
অনুষ্ঠানে এনএমআই অধ্যক্ষ ক্যাপ্টেন ফয়সাল আজিম জানান, স্থায়ীভাবে প্রতিষ্ঠার পর ১৯৯৫ সাল থেকে ১৪টি ব্যাচে এ পর্যন্ত মোট ২ হাজার ৪৭৩ জন প্রশিক্ষণার্থী প্রি-সী রেটিং প্রশিক্ষণ নিয়েছেন। এর মধ্যে ১ হাজার ৯১৮ জন নবীন নাবিক দেশি-বিদেশি জাহাজে কর্মরত।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম, চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল নিজামউদ্দিন আহমেদ, সমুদ্র পরিবহন অধিদফতরের মহাপরিচালক কমোডর এম জাকিউর রহমান ভূঁইয়া, নৌ বাণিজ্য অধিদফতরের প্রিন্সিপাল অফিসার শফিকুল ইসলাম, নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদফতরের পরিচালক নুরুল আলম নিজামি, শিপিং মাস্টার আলী আম্বীয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে সেরা প্রশিক্ষণার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন নৌমন্ত্রী শাজাহান খান। বিভিন্ন বিভাগে সেরা নির্বাচিতরা হলেন- ডেক বিভাগে মো. নোমান ছিদ্দিক, ইঞ্জিন বিভাগে সানোয়ার হোসেন, ফিটার কাম ওয়েল্ডারে মো.গাউছুর রহমান রানা, কুক বিভাগে আব্দুল হালিম আল মামুন, স্টুয়ার্ড বিভাগে মাহাবুবুল আলম টিপু।
বিডি-প্রতিদিন/১২ নভেম্বর, ২০১৫/মাহবুব