বরিশাল-বানারীপাড়া সড়কের উজিরপুর উপজেলার গুঠিয়া আইডিয়াল কলেজের সামনে মোটরসাইকেলের ধাক্কায় হাবিবুর রহমান নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী প্রেমিক যুগল উজিরপুরের রবিন্দ্র নগর গ্রামের শাহাদৎ হোসেন ও আগৈলঝাড়ার রত্নপুর গ্রামের জয়া সিকদারও আহত হয়েছেন।
নিহত বৃদ্ধ হাবিবুর রহমান পাশ্ববর্তী ঝালকাঠী জেলার চাঙ্গুরিয়া গ্রামের বাসিন্দা।
উজিরপুর থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, মোটর সাইকেল আরোহী প্রেমিক যুগল বানারীপাড়া থেকে গন্তব্যে যাচ্ছিলো। গুঠিয়া আইডিয়াল কলেজ অতিক্রমকালে পথচারী হাবিবুর রহমানকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি দুর্ঘটনা কবলিত হয়। এতে ঘটনাস্থলেই বৃদ্ধ হাবিবুর রহমান নিহত এবং আরোহী ২ জন আহত হয়। দুর্ঘটনার পর মোটরসাইকেলসহ আরোহী দুই জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/১২ নভেম্বর, ২০১৫/মাহবুব