চট্টগ্রাম মহানগরীর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড ছাত্র শিবিরের অর্থ সম্পাদকসহ শিবিরের চার নেতাকর্মী ও সাতকানিয়ায় বিশেষ অভিযানে শিবিরের ৮ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বাকলিয়া সরকারি বিএড কলেজের পাশে শিবিরের একটি ম্যাসে গত বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ৪ জন হলেন- অর্থ সম্পাদক মো. মাঈনুদ্দিন সিফাত (২১), খায়রুল আবেদীন রনি (২১), ফারহান নাছির (১৮) ও আব্দুল কাইয়ুম (১৮)।
বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, শিবিরের একটি ম্যাসকে অফিস হিসেবে ব্যবহার করে তারা দলীয় কর্মকাণ্ড চালিয়ে আসছিল। সেখান থেকে চাঁদা আদায়ের রশিদ, বিভিন্ন স্কুল কলেজের সদস্যদের তালিকা উদ্ধার করা হয়েছে।
এদিকে, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নে একটি মাদ্রাসা থেকে ৮ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
চট্টগ্রামের সাতকানিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার একেএম এমরান ভূঁইয়া বলেন, মাদ্রাসা থেকে শিবিরের ৮ জনকে আটক করা হয়েছে। মাদ্রাসায় অভিযানের সময় জামায়াত-শিবিরের পদস্থ কয়েকজন নেতা পালিয়ে যায়।
বিডি-প্রতিদিন/১২ নভেম্বর, ২০১৫/মাহবুব