আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)-এর ৪র্থতম সম্মেলনের প্রথম অধিবেশনে চরম উত্তোজনার সৃষ্টি হয়।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমের বক্তৃতার এক পর্যায়ে উপস্থিত ডাক্তাররা তীব্র হইহুল্লোড় শুরু করলে এই উত্তেজনা সৃষ্টি হয়।
এর আগে, শুক্রবার সকাল ১০টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্মেলনে শেখ সেলিম বলেন, চিকিৎসা সেবা একটি মহান পেশা। একজন ডাক্তার তৈরি করতে রাষ্ট্রের ২০ লাখ টাকার উপরে খরচ হয়। আমাদের দেশেও অনেক ভাল ভাল ডাক্তার আছেন। তবে রিলেশনের খাটতি রয়েছে। যে কারণে আমাদের দেশের রোগীরা বিদেশে যান চিকিৎসা নিতে। ফলে প্রতি বছর ২ লাখ কোটি টাকা বিদেশে চলে যায়। কারণ আমাদের ডাক্তাররা রোগীদের সঙ্গে সময় দেন না। হাসিমুখে কথা বলেন না। আমি নিজেও যাই বিদেশে চিকিৎসা নিতে।অথচ হাসিমুখে রোগীর সঙ্গে কথা বললে অসুখ অনেকটা ভালো হয়ে যায়। বিদেশের ডাক্তাররা অনেক সময় নিয়ে রোগী দেখেন। আমাদের ডাক্তারদের উচিত আচরণ বিধি শিক্ষা পাঠ করা।
এ সময় ডাক্তাররা শেখ সেলিমের কথার আংশিক প্রতিবাদ জানিয়ে হইচই শুরু করেন। এতে সম্মেলনে চরম উত্তোজনা বিরাজ করে। এছাড়াও সম্মেলনের প্রথম অধিবেশনের চরম অবস্থাপনা ছিল চোখে পড়ার মতো।
বিডি-প্রতিদিন/১৩ নভেম্বর, ২০১৫/মাহবুব