চট্টগ্রাম মহানগরের ইপিজেড থানাধীন নারিকেল তলা এলাকার তানিয়া (৮) নামের একটি শিশুকে ধর্ষণের পর বস্তা ভরে পুকুরে ফেলে দেয় দুর্বৃত্তরা। শুক্রবার পুলিশ শিশুটির লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে এ তথ্য নিশ্চিত করে।
ইপিজেড থানা সূত্রে জানা যায়, শিশু তানিয়ার মা-বাবা থাকেন নেত্রকোনা জেলার কেন্দুয়ায় তাদের গ্রামের বাড়িতে। তানিয়া নারিকেল তলা এলাকায় মামার বাসায় থেকে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে পড়তো। গত বৃহস্পতিবার বিকাল থেকে তানিয়া নিখোঁজ হলে বিষয়টি মৌখিকভাবে পুলিশকে জানানো হয়। শুক্রবার সকালে পুকুরে একটি বস্তা ভেসে উঠতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সুরতহাল প্রতিবেদনে আমরা নিশ্চিত হয়েছি শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্নও আছে। এরপর লাশ বস্তায় ভরে পুকুরে ফেলে দেওয়া হয়। ঘটনার সঙ্গে কারা জড়িত সে ব্যাপারে এখনো কিছু নিশ্চিত হয়নি।
বিডি-প্রতিদিন/১৩ নভেম্বর, ২০১৫/মাহবুব