রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় জালিয়াতিকারীদের মধ্যে টাকার ভাগ নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন কর্মীর সঙ্গে জালিয়াতি চক্রের মারধরের ঘটনায় পুলিশ ফজলে রাব্বি নামের একজনকে আটক করেছে।
পুলিশ ও ছাত্রলীগের কয়েকজন কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৯-১২ নভেম্বর হয়ে যাওয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ছাত্রলীগের কিছু কর্মী প্রাণ রসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগ থেকে ছাত্রত্ব বাতিল হওয়া শিক্ষার্থী ফজলে রাব্বির মাধ্যমে জালিয়াতি চক্রের সঙ্গে যোগাযোগ করেন।
এরপর কয়েকজন ভর্তিচ্ছু শিক্ষার্থীর মূল সনদ ফজলে রাব্বি জালিয়াতি চক্রের কাছে রেখে দেন। চান্স পাওয়ার পর টাকার মাধ্যমে ফেরত দেওয়ার বিষয়ে ছাত্রলীগের কর্মী ও জালিয়াতি চক্রের মধ্যে চুক্তি হয়। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পর ছাত্রলীগের কর্মীরা জালিয়াতি চক্রকে কোনো টাকা না দিয়ে তাদের কাছে থাকা ভর্তিচ্ছুদের মূল সনদ উত্তার করার চেষ্টা করেন। বিভিন্নভাবে তা না হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় ফজলে রাব্বি ও জালিয়াতি চক্রের অপর এক সদস্যকে আটক করে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হয়ে নিয়ে যায় ছাত্রলীগের কর্মীরা। পরে সেখানে তাদের মারধর করে শহীদ মিনার এলাকা থেকে ফজলে রাব্বিকে পুলিশে দিয়ে অপরজনকে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব বলেন, ভর্তি পরীক্ষায় জালিয়াতির সঙ্গে যারাই জড়িত থাকুক না কেনো প্রশাসন যেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আর ছাত্রলীগের কেউ হলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহী নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জালিয়াতি করতে কয়েকজন ভর্তিচ্ছুর থেকে তাদের সনদ নিয়ে রাখে একটি চক্র। যাদের মধ্যে মিডিয়া হিসেবে কাজ করে ফজলে রাব্বি। আমরা তাকে আটক করে থানায় রেখে মূল সনদ উদ্ধারের চেষ্টা করছি।
বিডি-প্রতিদিন/ ১৩ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন