ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যা মামলায় ঢাকা মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুমের ছোট ভাই এম এ মতিনকে ফের ৫ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
শুক্রবার ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মনসুর পুলিশের ৭ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
এর আগে, ৬ নভেম্বর তাকে আট দিনের রিমান্ডে নেয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
সিজার হত্যা মামলায় মতিনসহ এ পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হল। তাদের মধ্যে তামজিদ আহম্মেদ রুবেল, মিনহাজুল আরেফিন রাসেল, শাখাওয়াত হোসেন ওরফে শরিফ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। দ্বিতীয় দফায় রিমান্ডের দ্বিতীয় দিনে রাসেল চৌধুরী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।
প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশানে গভর্নর হাউসের সীমানা প্রাচীরের বাইরের ফুটপাতে সিজারকে (৫০) গুলি করে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীরা দুই তরুণকে গুলি চালিয়ে অপেক্ষমাণ এক ব্যক্তির মোটরসাইকেলে করে পালাতে দেখেছেন।
বিডি-প্রতিদিন/১৩ নভেম্বর, ২০১৫/মাহবুব