নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমদের ৬৭তম জন্মদিন গাজীপুরে পিরুজালীতে অবস্থিত নুহাশ পল্লীতে তাঁর ম্যুরাল উন্মোচন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন আনুষ্ঠানিকভাবে ম্যুরালটি উদ্বোধন করেন।
পরে তিনি হুমায়ূন আহমদের কবর জিয়ারত করেন। এসময় মেহের আফরোজ শাওন বলেন, আমি প্রতিদিন যেভাবে ভাবি, আজকেও সেভাবেই ভাবছি। বিখ্যাত মানুষগুলোর ক্ষেত্রে যা হয়, জন্মদিন মৃত্যুদিন, বিশেষ দিনগুলোতে খবরগুলো আমরা পাই।
তিনি বলেন, আমরা তার খোঁজ করি, পরিবার পরিজনদের সাথে কথা বলি। পরিবারের লোকজন কিন্তু প্রতিটা মূহুর্তেই তাকে স্বরণ করে। আমিও প্রতিটি মুহূর্তেই প্রতিটি নিঃশ্বাসে হুমায়ূন আহমেদকে স্বরণ করি। হুমায়ূন আহমদের জন্মদিন উদযাপন করতে ভাল লাগে।
এসময় হুমায়ূনপুত্র নিষাদ, নিনিত, নুহাশ পল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বুলবুল উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/১৩ নভেম্বর, ২০১৫/মাহবুব