খালেদা জিয়া আগামী ২০১৯ সালের নির্বাচনে এলে জিম্বাবুয়ে দলের মতো হোয়াটওয়াশ হবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
শুক্রবার সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গোৎসবোত্তর বিজয়া সম্মেলন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মহানগর পূজা উদযাপন কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের ভয়ে অস্ট্রেলিয়া খেলতে আসেনি। জিম্বাবুয়ে সাহস করে খেলতে এসেছে। আর বাংলাদেশ দল হোয়াইওয়াশ করে দিয়েছে। খালেদা জিয়াও হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে অংশ না নিয়ে বিদেশে পালিয়ে বেড়াচ্ছেন। নির্বাচন থেকে পালিয়ে যাচ্ছেন কেন? পালিয়ে যাওয়া কোনো রাজনীতি হতে পারে না।’
নাসিম বলেন, ‘কেন দেশ থেকে পালিয়ে লন্ডনে যান? চক্রান্ত করেন? আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। আমরা বিশ্বাস করি সামনে থেকে লড়াই করতে হবে, পেছন থেকে নয়।’
খালেদা জিয়াকে নির্বাচনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়ে নাসিম বলেন, ‘২০১৯ সালে শেখ হাসিনার অধীনে নির্বাচনে আসুন। মাঠে লড়াই হোক। আপনারা যদি আসেন, মাঠে যদি লড়াই হয়, তাহলে আপনাদের যে ব্যর্থতা তাতে আপনার অবস্থা জিম্বাবুয়ের মতো হবে।’
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী নাসিমের পত্নী আরজুমান নাসিম, সংসদ সদস্য হাজী মো. সেলিম, মনোরঞ্জন শীল গোপাল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/ ১৩ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন