রাজধানীর বনানী এমইএস জিয়া কলোনী সংলগ্ন রাস্তায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আকিব মাহমুদ অনিক (২৫) নামের এক যুবক।
সন্ধ্যা সাতটায় দুর্ঘটনায় আহত হওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন পথচারীরা। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে নয়টায় মারা যান তিনি।
সংবাদ পেয়ে আকিবের মামা অ্যাডভোকেট এম এ মতিন হাসপাতালে আসেন। তিনি সাংবাদিকদের জানান, নিহত আকিবের পিতার নাম আব্দুস সোবহান। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায়।
আকিব পূর্ব রামপুর টিভি রোড এলাকায় থাকতো। সে একটি অ্যাড ফার্মের সঙ্গে জড়িত ছিলো। মোবাইল ফোনে দুর্ঘটনার সংবাদ পেয়ে তিনি হাসপাতালে এসেছেন।
আকিবের লাশ বর্তমানে ঢামেকের জরুরি বিভাগ মর্গে আছে।
বিডি-প্রতিদিন/ ১৩ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন