রাজধানীর ওয়ারিতে গ্যাসের চুলা থেকে লাগা আগুনে দগ্ধ হওয়া একই পরিবোরের ৩ সদস্যের মধ্যে আলমগীর হোসেন (৬০) মারা গেছেন। শুক্রবার রাত সোয়া ২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী ক্যাম্প ইনচার্জ সেন্টু চন্দ্র দাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আলমগীর হোসেনের শরীরের ৯০ শতাংশই আগুনে পুড়ে গিয়েছিল।
এদিকে আলমগীরের স্ত্রী হোসনে আরা বেগমের (৪৫) দেহের ২৪ শতাংশ এবং কন্যা শারমিন আক্তারের (২১) দেহের ৩০ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থাও আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ১২ টার দিকে রাজধানীর ওয়ারির দুদু নাথ বসাক লেনের একটি বাসায় অগ্নিদ্বগ্ধের ঘটনা ঘটে। পাইপ থেকে গ্যাস লিক করায় এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের।
বিডি-প্রতিদিন/১৪ নভেম্বর ২০১৫/ এস আহমেদ