ঢাকার কামরাঙ্গীরচরে জাগরণ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে মামুন (২৭) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার সকালে অচেতন অবস্থায় মামুনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক জানান, সকালে মামুনকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসে ওই মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের রাসেল, জনি, নাজমুল, টিটু ও রোমন। তারা জানায়, গত এক মাস ধরে মাদকাসক্ত মামুন জাগরণ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিচ্ছিলেন। গত রাত থেকে বুকের ব্যথায় সে চিৎকার করছিল। সকালে তার কোনো সাড়া না পেয়ে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের মালিক মেহেদী হাসান চন্দন তাদের পাঁচজনকে দিয়ে অচেতন মামুনকে ঢামেক হাসপাতালে পাঠান।
ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল আরো বলেন, মামুনের ঠিকানা সম্পর্কে কিছুই জানাতে পারেনি ওই পাঁচজন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে।
সকাল ১০টা পর্যন্ত মামুনের পরিবারের কোন লোকজনকে হাসপাতালে দেখা যায়নি।
বিডি-প্রতিদিন/১৪ নভেম্বর ২০১৫/ এস আহমেদ