চট্টগ্রামে রুবেল দাশ নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার এলাকার দোভাষ লেইন থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রুবেল বাঁশখালী উপজেলার জলদ্বি ইউনিয়নের রামকৃঞ্চ দাশের ছেলে। তিনি বরফ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শনিবার সকালে রুবেলের লাশ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ব্যবসায়ীক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ১৪ নভেম্বর, ২০১৫/ রশিদা