হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানের সিটের নিচ থেকে ৩৭ কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস হাউজ কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সন্ধ্যায় ইকে-৫৮৬ ফ্লাইটের একটি বিমানের সিটের নিচ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ঢাকা কাস্টমস হউজের (প্রিভেনটিভ টিম) সহকারী কমিশনার শহিদুজ্জামান সরকার।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ওই স্বর্ণের আনুমানিক মূল্য ১৯ কোটি টাকা। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও তিনি।
বিডি-প্রতিদিন/০৩ ডিসেম্বর, ২০১৫/মাহবুব