চারুকলায় প্রাতিষ্ঠানিক কোনো পড়াশোনা না থাকলেও শিল্পকে হৃদয়ে ধারণ করতে সক্ষম হয়েছেন বলে শিল্পের জগতে অনন্য একজন শিল্পী আবু সালেহ টিটু। নিজেকে অনন্য উচ্চতায় তুলে ধরেছেন এই শিল্পী। বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেও শিল্পের আঙিনার শৈল্পিক কারিগর তিনি। তার আঁকা শিল্পকর্মেই ফুটে উঠেছে নান্দনিকতার সুষমা।
বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করা এই শিল্পীর প্রতিটি শিল্পকর্মের নাম রাখা হয়েছে কবিতার লাইনের নামে। এটি শিল্পীর চতুর্থ একক প্রদর্শনী।
রাজধানীর অভিজাত হোটেল সোনারগাঁওয়ের যমুনা গ্যালারিতে চলছে ‘ইলিউসিভ লংগিংক্স’ শিরোনামে শিল্পীর তিনদিনের প্রদর্শনী। শনিবার শেষ হবে এই প্রদর্শনী। শুক্রবার ছিল প্রদর্শনীর দ্বিতীয় দিন। এদিন বিকালে গ্যালারি প্রাঙ্গণে দেখা মেলে শিল্পানুরাগীদের। অ্যাক্রেলিক মাধ্যমে বিমূর্ত, আধা বিমূর্ত ৩২টি শিল্পকর্মে পারস্পরিক দূরত্ববোধ, সামাজিক অস্থিরতা ও যন্ত্রণাক্লিষ্ট জীবনবোধ তুলে ধরেছেন।
শিল্পকর্মের প্রতি ভালোবাসার টানে রাজধানীর ধানমন্ডি থেকে গ্যালারিতে ছুটে এসেছেন শিল্পীর শিল্পানুরাগী বন্ধু শাহান সিদ্দিক। কথা প্রসঙ্গে তিনি বলেন, টিটু প্রচারবিমুখ শিল্পী। ভিন্নধর্মী এই প্রদর্শনী রাজধানীর শিল্পানুরাগীদেরকে শিল্পের প্রতি অনেক বেশি অনুপ্রাণিত করবে বলে আমার বিশ্বাস। এ ধরনের প্রদর্শনী অনেক বেশি বেশি হওয়া দরকার বলেই আমি মনে করি।
প্রসঙ্গত, গত ৯ অক্টোবর এই প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হকোন অ্যারাল্ড গুল্ডব্র্যান্ডসেন। এসময় আরো অতিথি ছিলেন লেখক গবেষক ড. মোরশেদ শফিউল হাসান ও শিল্প সমালোচক অধ্যাপক মইনুদ্দীন খালেদ।
বিডি প্রতিদিন/জুনাইদ