বরিশাল নগরীতে র্যাব-পুলিশের পৃথক অভিযানে ৪ হাজার ৮শ’ পিস ইয়াবাসহ ২ জন আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ও গতকাল দিবাগত রাতে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে নগরীর সাগরদী এ. ওয়াহেদ সড়কের একটি ভাড়া বাসা থেকে ৩ হাজার ৮শ’ পিস ইয়াবাসহ আনোয়ারা বেগম নামে এক নারীকে আটক করে কোতয়ালী থানা পুলিশ। এ সময় তার স্বামী রফিকুল ইসলাম পালিয়ে যায়।
আটক আনোয়াবার স্বামীর বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলায়। এই দম্পত্তি দির্ঘদিন ধরে সরাসরি মিয়ানমার থেকে কক্সবাজার এবং চট্টগ্রাম হয়ে বরিশালে ইয়াবার বড় চালান এনে খুচরা পর্যায়ে ইয়াবা বিক্রি করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।
অপরদিকে, গত বুধবার রাতে নগরীর সাধুর বটতলা এলাকা থেকে এক হাজার পিস ইয়াবাসহ সাজ্জাদ আহমেদ নামে এক ব্যক্তিকে আটক করে র্যাব।
সাজ্জাদ কাউনিয়া হাউজিং এলাকার হারুন-অর রশিদ আকনের ছেলে। জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার তাকে নগরীর কাউনিয়া থানায় সোপর্দ করে মাদক আইনে একটি মামলা করেছে র্যাব। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/০৩ ডিসেম্বর, ২০১৫/মাহবুব