রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কালাম আজাদ সুইটকে জেলগেট থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ও আরএমপির মুখপাত্র সুশান্ত চন্দ্র রায় জানান, বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে ছাত্রদল নেতা আবুল কালাম আজাদ সুইটকে আটক করা হয়েছে। জামিনে বেরিয়ে নাশকতার পরিকল্পনা করতে পারেন- এমন আশঙ্কায় তাকে আটক করা হয়েছে। শুক্রবার নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে জেলহাজতে পাঠানো হবে।
এর আগে ২৬ নভেম্বর বোয়ালিয়া মডেল থানায় দায়ের করা একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান ছাত্রদল নেতা আবুল কালাম আজাদ সুইট। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিডি-প্রতিদিন/০৩ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ