পুলিশের ওপর হামলার মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমিরুল ইসলামকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে জামায়াতপন্থী ওই শিক্ষককে নগরীর বিনোদপুর এলাকা থেকে আটক করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের মুখপাত্র সুশান্ত চন্দ্র রায় বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ড. আমিরুল ইসলাম পুলিশের ওপর হামলা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এজন্য তাকে গ্রেফতার করে মতিহার থানা হেফাজতে রাখা হয়েছে।’
এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ‘রাবির ওই শিক্ষককে গ্রেফতার করে মতিহার থানায় রাখা হয়েছে। নির্দেশ পেলে তাকে জেলহাজতে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/০৩ ডিসেম্বর, ২০১৫/মাহবুব