রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্তর্জাতিক মুদ্রা ও মানবপাচারকারী চক্রের ছয় সদস্যকে আটক করেছে র্যাব (র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন)। এদের মধ্যে একজন পাকিস্তানী নাগরিকও রয়েছে।
বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাবের লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইং-এর সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম জানান, আটকদের কাছ থেকে এক কোটি ভারতীয় জাল রুপি, ছয় লাখ ২৪ হাজার টাকা, বিপুল পরিমাণ মার্কিন ডলার, পাকিস্তানী রুপি, দিরহাম, সৌদি রিয়াল, ২১টি পাকিস্তানী পাসপোর্ট ও মানবপাচারের কাজে ব্যবহৃত জাল সিল উদ্ধার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৪ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ