কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) ২০১৫-২০১৬ শিক্ষা বর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বাগত জানাতে গিয়ে ছাত্রলীগের ইলিয়াস ও অলি গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের অদূরে কোটবাড়ি গভ. ল্যাবরেটরি স্কুলের সামনে এ ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় শিক্ষার্থী ও অভিভাবকরা ভয়ে বিভিন্ন দিকে ছুটাছুটি করতে থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুবিতে ভর্তিচ্ছুদের স্বাগত জানাতে সকাল থেকে কোটবাড়ি এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ছাত্রলীগের ইলিয়াস ও অলি গ্রুপের নেতাকর্মীরা অবস্থান নেয়। এক পর্যায়ে সেখানে আধিপত্য বিস্তার নিয়ে উভয় গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। এর মধ্যে মাজেদ নামের এক ছাত্রলীগ কর্মীর অবস্থা আশঙ্কাজনক। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ বিষয়ে কুবির ডেপুটি রেজিষ্ট্রার দলিলুর রহমান জানান, ভর্তি পরীক্ষা কেন্দ্রের বাইরে কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে পরীক্ষার্থীদের কোন সমস্যা হয়নি, যথা সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বিডি-প্রতিদিন/০৪ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ