রাজধানীর উত্তরার একটি বাসা থেকে আশিক (১১) নামে এক শিশু গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আশিক পাবনার সাথিয়া উপজেলার কাশিনাথপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।
উত্তরা (পশ্চিম) মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান জানান, উত্তরা ১৩নং সেক্টরের ৩ নম্বর রোডের তালিবুর রহমানের বাসা থেকে বৃহস্পতিবার রাতে মৃতদেহটি উদ্ধার করা হয়। আশিক ওই বাসায় গত ছয় মাস ধরে কাজ করছিল।
তিনি জানান, রাতে খবর পেয়ে পুলিশের একটি দল ওই বাসায় গিয়ে বাথরুমের ভেন্টিলেটরের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে।
পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/০৪ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ