চট্টগ্রামের পটিয়া উপজেলায় খাদ্য বিভাগের এক নারী অফিস সহকারীকে অপহরণ করার অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় অফিস থেকে বের হওয়ার পর মুনমুন আক্তার নামের ওই নারীকে 'অপহরণ' করা হয় বলে অভিযোগ করেছেন তার ভাই জামশেদ আলম।
মুনমুন আক্তারের বাসা চট্টগ্রাম নগরীর রাহাত্তারপুল এলাকায়। তিনি এক সন্তানের জননী।
জামশেদ আলম বলেন, ''বৃহস্পতিবার সকাল ৮টা ২৫ মিনিটে মুনমুনের মোবাইল থেকে ফোন করে এক ব্যক্তি দশ লাখ টাকা মুক্তিপণ চেয়েছে। তবে কখন কোথায়, কীভাবে টাকা দিতে হবে তা বলেনি। এ বিষয়ে পুলিশকে না জানাতে হুমকি দিয়েছে অপহরণকারী।''
এ ঘটনায় বৃহস্পতিবার পটিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (পটিয়া সার্কেল) শামীম হোসেন জানান।
তিনি বলেন, ''ডায়েরি করা হয়েছে। তবে মুক্তিপণের কথা আমাদের জানানো হয়নি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।''
বিডি-প্রতিদিন/০৪ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ