চট্টগ্রাম মহানগরের বায়েজিদ থানার মুরাদনগর এলাকার মিদ্দাপাড়ায় মিষ্টি আকতার (১৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
আজ শুক্রবার সকালে স্থানীয় আব্দুল মালেক সওদাগরের ভাড়া ঘরে এ ঘটনা ঘটে।
বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) আইয়ুব উদ্দিন বলেন, মিষ্টি আকতারের স্বামী মো. রানা কখনো কবিরাজি চিকিৎসক, কখনো রিকশা চালায়। সম্প্রতি মিষ্টি আকতার জানতে পারে রানা আরেকটি বিয়ে করেছে। এরপর থেকে পারিবারিক কলহ লেগেই ছিল। একপর্যায়ে শুক্রবার সকালে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দিয়েছে।
এসআই আইয়ুব উদ্দিন আরো জানান, মিষ্টি আকতারের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তার বাবার কাছে খবর পাঠানো হয়েছে। তিনি আসলে যদি হত্যা মামলা দায়ের করেন তবে তা আমরা গ্রহণ করবো।
বিডি-প্রতিদিন/ ০৪ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন