বরিশালের ৬ পৌরসভা নির্বাচনের প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিন চার পৌরসভার ১৭ মেয়র প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার জেলার বানারীপাড়া, বাকেরগঞ্জ, মেহেন্দিগঞ্জ ও গৌরনদী পৌরসভায় মেয়র প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসাররা সকল মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
আগামীকাল রবিবার দ্বিতীয় দিন জেলার মুলাদী এবং নবগঠিত উজিরপুর পৌরসভায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।
বিডি-প্রতিদিন/০৫ ডিসেম্বর, ২০১৫/মাহবুব