বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম সেলিমকে হত্যার হুমকি দিয়ে ই-মেইল পাঠিয়েছে 'মিশন জিহাদ' নামের একটি সংগঠন।
শুক্রবার দিবাগত রাত ১২টা ২৮ মিনিটে মেইলে এ হুমকি দেওয়া হয় বলে শনিবার পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
'মিশন জিহাদ'র নায়েবে আমির পরিচয়দানকারী জনৈক নিজাম উদ্দিন ই-মেইলে ([email protected]) হত্যার হুমকি দেন বলে জানান মুজাহিদুল ইসলাম। সঙ্গে একটি মোবাইল নম্বরও (০১৭৪৭২৩৩০৭০) ছিল।
এদিকে, হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হুমকি প্রদানকারীকে শনাক্ত করে গ্রেফতারের দাবি জানিয়েছে সিপিবি। পার্টির সভাপতিমণ্ডলী মুজাহিদুল ইসলাম সেলিমের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/০৫ ডিসেম্বর, ২০১৫/মাহবুব