সিলেটের পীরের বাজার এলাকায় একটি পাথরবোঝাই ট্রাকের চাপায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনার আরও ৩ জন আহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রফিক মিয়া ৩৫, বাবুল (৩০) এবং অজ্ঞাত একজন। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জিদান আল মুসা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দিবাগত গভীর রাতে জাফলং থেকে পাথরবোঝাই একটি ট্র্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের কয়েকটি গাড়িকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই একজন মারা যায়। আহত হয় আরও কয়েকজন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমসানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর ২ জনের মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/০৬ ডিসেম্বর, ২০১৫/মাহবুব