সাভার পৌর বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও দলের মেয়র প্রার্থী মোহাম্মদ বদিউজ্জামান বদির নির্বাচন সমন্বয়কারী অ্যাডভোকেট নাজিম উদ্দিনকে নাশকতার অভিযোগে আটক করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে শহরের ব্যাংক কলোনির বাসা থেকে তাকে আটক করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সাভারে বিভিন্ন সময় নাশকতার অভিযোগে তাকে আটক করা হয়েছে।
তবে, নাজিমে পরিবারের অভিযোগ, পৌর নির্বাচনে বিএনপির প্রার্থী বদিউজ্জামান বদির ঘনিষ্ঠ বন্ধু ও নির্বাচন সমন্বয়কারী হওয়ায় বিনা ওয়ারেন্টে পুলিশ তাকে আটক করেছে।
বিডি-প্রতিদিন/০৬ ডিসেম্বর, ২০১৫/মাহবুব