চট্টগ্রামে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ ৫৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ২৪ লিটার চোলাই মদ ও ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শনিবার রাতভর জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজী আব্দুল আওয়াল আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৪৯ এবং নিয়মিত মামলার আসামি ১০ জন।
এছাড়া লোহাগাড়া থেকে ২৪ লিটার চোলাই মদ, চন্দনাইশ থেকে ৬০০পিস এবং লোহাগাড়া থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/০৬ ডিসেম্বর, ২০১৫/মাহবুব