রাজধানীর উত্তরা এলাকা থেকে বেশকিছু জেহাদি বইসহ জঙ্গি সন্দেহে ৩ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম জানান, আটকদের কাছ থেকে জিহাদী বই ও একটি মোবাইল ফোনের জ্যামার উদ্ধার করা হয়।
রবিবার দুপুরে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন এ বিষয়ে বিস্তারিত জানাতে হবে।
বিডি-প্রতিদিন/০৬ ডিসেম্বর, ২০১৫/মাহবুব