দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের হাতে নিহত সিলেটের যুবক বাছন মিয়ার (২৭) লাশ দেশে আসছে মঙ্গলবার। গত ৩ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার লেবফোরটিস্থ বাসায় দুর্বৃত্তরা শ্বাসরুদ্ধ করে হত্যা করে তাকে। ৮ বছর আগে দক্ষিণ আফ্রিকায় যান বাছন। সেখানকার লেবফোরটি শহরে তিনি বসবাস করতেন।
নিহত বাছন মিয়া গোলাপগঞ্জ উপজেলার জাঙ্গালহাটা গ্রামের মৃত ওয়াতির আলীর ছেলে।
দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত বাছনের বন্ধুদের বরাত দিয়ে তার পরিবারের সদস্যরা জানান, ৩ ডিসেম্বর রাতে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরেন বাছন মিয়া। রাতে দুর্বৃত্তরা বাসায় প্রবেশ করে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করে। পরে সেখানকার পুলিশ তার লাশ উদ্ধার করে।
বাছন সর্বশেষ ২০১২ সালে দেশে আসেন। দেশে ফিরে তিনি বিয়ে করেন। তার দুইবছর বয়সী এক ছেলে রয়েছে। সন্তানের মুখ দেখার আগেই তাকে পাড়ি জমাতে হলো না ফেরার দেশে।
বিডি-প্রতিদিন/ ০৬ ডিসেম্বর, ২০১৫/ রশিদা