সড়ক দুর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মাগুক খান নিহতের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচিতে হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে পণ্ড হয়ে যায় ওই কর্মসূচি। রবিবার বেলা ১২টার দিকে শহীদ মিনার চত্বরে এই ঘটনা ঘটে। এ নিয়ে শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে অনেকক্ষণ ধরে বাক-বিতণ্ডা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শহীদ মিনার চত্বরে সড়ক দুর্ঘটনায় নিহতের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এসময় ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ আট-দশজন সেখানে হামলা চালিয়ে ব্যানার ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
গত ২৪ নভেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাভার রুটের বংশী বাসে সিট না থাকায় গেইটে দাড়িয়ে আসার সময় ছিটকে পরে মাথায় গুরুতর আঘাত পেয়ে আহত হন হিসাব বিজ্ঞান বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী মাশুক খান। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তাকে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর আগারগাঁওয়ের নিউরোলজি হাসপাতালে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার রাতে সে মারা যায়।
এ বিষয় জানতে চাইলে বিশ্ববিদ্যায়ের প্রক্টর ড. নূর মোহাম্মাদ বলেন, শিক্ষার্থী নিহতের ঘটনায় আমরা সবাই শোকাহত। এ নিয়ে তার বন্ধু-বান্ধবরা একটু বিক্ষোভ করেছে।
বিডি-প্রতিদিন/ ০৬ ডিসেম্বর, ২০১৫/ রশিদা