তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারিতে তিনজন আহত হয়েছে। আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মমতাজউদ্দিন কলা ভবনের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ছাত্রলীগ কর্মী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম রকি, গোলাম মওলা বিপ্লব এবং ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী গোলাম রব্বানি রবি। আহতরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার ডিনস কমপ্লেক্সের সামনে বি-ইউনিটের মৌখিক পরীক্ষা চলাকালে ছাত্রলীগ কর্মী (রুনু-কিবরিয়া গ্রুপ) রবি তার দুই বন্ধুকে নিয়ে বিভাগের ফরম পূরণ করছিলেন। এসময় ছাত্রলীগ কর্মী (বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব গ্রুপ) রকি এবং তার বন্ধুরা এসে তাদের ভাইভার বিষয়ে জিজ্ঞেস করে। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি হয়।
রকি অভিযোগ করে বলেন, ‘রবি ছাত্রলীগের মানবকল্যাণ বিষয়ক সম্পাদক সুস্ময়, সাগর, সজীবসহ ১৫-২০ জন ছাত্রলীগ নেতাকর্মীকে ডেকে নিয়ে এসে আমাকে মারধর করে। এরপরেও আমাকে হুমকি দেওয়া হয়েছে। তাই নিরাপত্তার তাগিদে সাধারণ ডায়েরি করেছি।’ তবে রবি এ অভিযোগ অস্বীকার করেছেন।
এ বিষয়ে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমি অসুস্থ থাকায় রাজশাহীর বাইরে আছি। তবে বিষয়টি শুনেছি। সেখানে সিনিয়র নেতারা গিয়ে বিষয়টি মীমাংসা করে দিয়েছেন। আর বিষয়টি নিয়ে যেন আর নতুন করে কোনো ঝামেলা না হয় সে বিষয়ে উভয়পক্ষকে নির্দেশ দিয়েছি।’
বিডি-প্রতিদিন/৬ ডিসেম্বর ২০১৫/শরীফ