রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির তিন সদস্যকে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। রবিবার ঢাকা মহানগর হাকিম রায়হানুল ইসলাম এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আজিজুল হক আসামির আদালতে হাজির করে প্রতেককে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
রিমান্ডকৃতরা হলেন: জেএমবির কারিগরি সহযোগী এএইচএম খায়রুল আসাদ ওরফে সোহাগ, সাবেক শুরা সদস্য মীর মোয়াজ্জেম হোসেন সাইফী ওরফে জার্মিন ও মো. কফিল উদ্দিন বিন আমিন।
রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ থেকে আদালতকে বলা হয়, রাজধানীর উত্তরা থেকে শনিবার রাতে এই জেএসবি সদস্যদের জিহাদি বই ও মোবাইল ফোনের জ্যামারসহ আটক করা হয়। এই জ্যামার আসামিরা যখন বিভিন্ন সময়ে মিটিং করতো তখন ব্যবহার করতো। যাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের অবস্থান চিহ্নিত করতে না পারেন। এছাড়া এই মামলার আরো সহযোগী আসামিদের গ্রেফতার ও ঘটনার আসল রহস্য উদঘাট করতে আসামিদের রিমান্ডে নেওয়া প্রয়োজন।
বিডি-প্রতিদিন/ ০৬ ডিসেম্বর, ২০১৫/ রশিদা