পৌরসভা নির্বাচনে চট্টগ্রামে মেয়র পদে যারাই মনোনয়নপত্র জমা দিয়েছেন, সবার প্রার্থীতা বৈধতা পেয়েছে। রবিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন রিটার্নিং কর্মকর্তারা ৪৬ মেয়র প্রার্থীকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে মেয়র পদে ৪৬ প্রার্থীই বৈধতা পেয়েছেন। তবে সংরক্ষিত আর সাধারণসহ ১৪ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে জানান তিনি। ১০ পৌরসভায় মেয়র পদে ৪৬ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৮৬ ও সাধারণ কাউন্সিলর পদে ৩৮৬ জন মনোনয়নপত্র দাখিল করেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ৪৬ মেয়র প্রার্থীর মধ্যে রাজনৈতিক দলের ব্যানারে ২৯ জন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ১০ পৌরসভায় একক ও বিএনপি নয় পৌরসভায় প্রার্থী দিয়েছে। জাতীয় পার্টি পাঁচ, ইসলামী ফ্রন্ট তিন, এলডিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ একজন করে প্রার্থী দিয়েছে। তবে স্বতন্ত্র ১৭ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের ৯ জন ও বিএনপির ৪ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন।
মেয়র প্রার্থীদের মধ্যে রাঙ্গুনিয়া পৌরসভায় ৮ জন, রাউজানে ৬ জন, মিরসরাইয়ে ৫ জন, বারৈয়ারহাটে ৪ জন, সীতাকুণ্ডে ৬ জন, সন্দ্বীপে ২ জন, সাতকানিয়ায় ৩ জন, চন্দনাইশ ৪ জন, বাঁশখালীতে ৩ জন এবং পটিয়ায় ৫ জন প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাইশেষে মেয়র পদে ৪৬ প্রার্থীই বৈধতা পেয়েছেন। সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলরদের চূড়ান্ত তালিকা ঘোষণার প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ ০৬ ডিসেম্বর, ২০১৫/ রশিদা