হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৪৫ লাখ টাকা সমমূল্যের বিদেশি মুদ্রাসহ আনোয়ার মো. মহিউদ্দীন (৩৫) নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। উদ্ধারকৃত বৈদেশিক মুদ্রার মধ্যে এক লাখ ৮০ হাজার সৌদি রিয়াল, ৮ হাজার ৫০০ ইউরো ও ৬৪৪ রিঙ্গিত রয়েছে।
রবিবার রাত পৌনে ১০টার দিকে তাকে আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, আটকৃকত ওই যাত্রী রাত ৮টায় বিমান বাংলাদেশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে (বিজি-০০৮৬) কুয়ালামপুর থেকে ঢাকায় আসেন। গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে তল্লাশি করে শরীর, জুতা এবং হ্যান্ড লাগেজ থেকে মুদ্রাগুলো জব্দ করা হয়। আনোয়ারের গ্রামের বাড়ি ফেনী। তিনি প্রায়ই কুয়ালালামপুরে যাতায়াত করেন।
বিডি-প্রতিদিন/০৬ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ