রাজধানীর খিলক্ষেত রেলক্রসিং ও খিলগাঁও রেলগেট এলাকায় পৃথক ট্রেন দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে ও গতকাল দিবাগত রাতে এ দু’টি ঘটনা ঘটে।
কমলাপুর থেকে জয়দেবপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া তুরাগ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আজ সোমবার সকালে অজ্ঞাত পরিচয় (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়।
অারেকটি ঘটনা ঘটে গতকাল রাত ১০টার দিকে খিলগাঁও রেলগেট এলাকায়। এ ঘটনায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (৩৫) অপর এক ব্যক্তির মৃত্যু হয়।
ময়নাতদন্তের জন্য দুটি মরদেহ-ই ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ।
বিডি-প্রতিদিন/৭ ডিসেম্বর ২০১৫/শরীফ