চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ট্রাক চালক মো. ফারুককে (৩০) সাগরিকা স্টোরে রাখা ৯০০ ইট চুরি করে বিক্রির সময় হাতেনাতে ধরে পুলিশে দিয়েছেন কাউন্সিলর জহুরুল আলম জসিম।
এ সময় চসিকের দুই দারোয়ান খোকন ও সাইফুল পালিয়ে যায়।
আজ সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
উত্তর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিম বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয়দের কাছে অভিযোগ শুনে আসছি- দুর্নীতিবাজ কর্মচারীর একটি চক্র প্রায়ই চসিকের উন্নয়নসামগ্রী খোলাবাজারে বিক্রি করে দিচ্ছে। আজ কৈবল্যধাম এলাকায় করপোরেশনের ট্রাকে করে মেশিনে তৈরি তিন ছিদ্রের ৯০০ ইট বিক্রি করতে গেলে আমি চ্যালেঞ্জ করি। একপর্যায়ে ট্রাকচালক চুরির বিষয়টি স্বীকার করেন। এ সময় চসিকের দুজন দারোয়ানের যোগসাজশের বিষয়টিও জানতে পারি।
বিডি-প্রতিদিন/ ০৭ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন