রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নাশকতার ৯ মামলায় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন এ্যানি। এরপর বিকেলে পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা মোট ৮ মামলায় শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ ছাড়া সূত্রাপুর থানায় দায়ের করা অপর এক মামলার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ইউনূস খানও তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রসঙ্গত, ২০১৫ সালে পল্টন থানায় নাশকতার অভিযোগে সাত মামলা, একই বছর মতিঝিল থানার এক মামলা দায়ের করা হয়। ২০১৩ সালে সূত্রাপুর থানায় একই অভিযোগে অপর একটি মামলা দায়ের করা হয়।
বিডি-প্রতিদিন/২৮ জানুয়ারি, ২০১৬/মাহবুব