সিলেট নগরীর উপশহরে ভরণ পোষণের টাকা না পেয়ে স্বামীকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন তার স্ত্রী। বৃহস্পতিবার সকালে এ ঘটনার পর আইনুল মিয়ার দ্বিতীয় স্ত্রী শাহানা বেগমকে আটক করেছে পুলিশ।
আহত আইনুল মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আইনুল নেত্রকোনা জেলার বাউলি থানার সরিষাবাড়ি গ্রামের মৃত মনসুর আলীর ছেলে। পেশায় তিনি সবজি ব্যবসায়ী।
আইনুলের প্রথম স্ত্রী জাহানারা বেগম জানান, শাহানা বেগম নামের এক নারী তার স্বামীর দ্বিতীয় স্ত্রী দাবি করে প্রতিমাসে ভরণপোষনের টাকা নিতো। বৃহস্পতিবার টাকা নিতে আসলে আইনুল টাকা দিতে অপরাগতা প্রকাশ করেন। একপর্যায়ে উত্তেজিত হয়ে শাহানা দা দিয়ে আইনুল মিয়াকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
কোতোয়ালী থানার ওসি সোহেল আহমদ জানান, পারিবারিক কোন্দলের জের ধরে আইনুল মিয়াকে তার দ্বিতীয় স্ত্রী কুপিয়ে আহত করেছে। এ ঘটনায় শাহানাকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৮ জানুয়ারি, ২০১৬/মাহবুব