প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের দায়ে চট্টগ্রামে ইউনিপে টু ইউ নামে কথিত মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানির দুই পরিচালককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম (সিএমএম) মো. শাহজাহান কবির এ রায় ঘোষণা করেন। একই রায়ে নাঈমা জান্নাত চৌধুরী নামের অপর এক নারী পরিচালককে খালাস প্রদান করেন আদালত।
মামলার দণ্ডিত আসামিরা হলো- মোহাম্মদ আইয়ুব আলী এবং শাহাদাত হোসেন চৌধূরী। আসামিদের মধ্যে আইয়ুব আলী বর্তমানে কারাগারে থাকলেও শাহাদাত হোসেন পলাতক রয়েছে।
বিডি-প্রতিদিন/২৮ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ