জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ সরকার থেকে বের হওয়ার পক্ষপাতি হলেও তাতে নারাজ তার স্ত্রী দলের সভাপতিমণ্ডলীর সদস্য রওশন এরশাদ।
বৃহস্পতিবার রাতে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ অভিমত ব্যক্ত করেন। সাংবাদিকরা বিরোধীদলীয় নেতা রওশনের কাছে জানতে চান, তার দল সরকার থেকে বেরিয়ে আসছে কিনা? জবাবে তিনি 'না' সূচক উত্তর দেন।
দশম জাতীয় সংসদের দুই বছর পূর্তির আগের দিন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে দেখা করতে যান বিরোধীদলীয় নেতা রওশন। সেখানে ১০ মিনিট অবস্থান করেন তিনি। এরপর নিজের কার্যালয়ে ফেরার পথে সাংবাদিকদের মুখোমুখি হন রওশন।
জাতীয় পার্টির সাম্প্রতিক অবস্থা নিয়ে কথা হয়েছে কিনা- জানতে চাইলে রওশন বলেন, “সেটা নিয়ে তার সঙ্গে কেন আলোচনা করব? ওটা আমাদের অভ্যন্তরীণ বিষয়।”
জি এম কাদেরকে কো-চেয়ারম্যান করার বিষয়টি মেনে নিয়েছেন কিনা- জানতে চাইলে রওশন বলেন, “নতুন নেতৃত্ব আসতেই পারে। এটা একটা নরমাল ঘটনা।”
এক প্রশ্নের মুখে জবাবে রওশন বলেন, “ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং ব্রহ্মপুত্র নদ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।”
বিডি-প্রতিদিন/২৮ জানুয়ারি, ২০১৬/মাহবুব