রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় হূমায়ুন আহমেদ (৫৩) নামের এক কমিউনিটি পুলিশ সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ীর গুলিস্তান হানিফ ফ্লাইওভার ঢাল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হূমায়ুন যাত্রাবাড়ীর গোলাপবাগের একটি বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি ঢাকার সাভারে।
হূমায়ুনের সহকর্মী খলিল জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় হূমায়ুনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) সেন্টু চন্দ্র দাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মৃতদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৮ জানুয়ারি, ২০১৬/মাহবুব