কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী জিরা সুমনের সহযোগী হানিফ অস্ত্রসহ গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার বাখরাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হানিফ নগরীর ভাটপাড়া এলাকার হারুন অর রশীদের ছেলে।
ডিবি পুলিশের সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে ডিবির এসআই সহিদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা রাত সাড়ে ১২টার দিকে বাখরাবাদ এলাকার জলিল সুপার মার্কেটের সামনে থেকে একটি ব্যাগসহ হানিফ ওরফে টিংকুকে (৩৪) আটক করে। পরে তার ব্যাগ তল্লাশি করে ৫ রাউন্ড গুলিসহ ২টি এলজি উদ্ধার করা হয়।
এসআই সহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত হানিফের বিরুদ্ধে কোতয়ালী ও বুড়িচং থানায় অস্ত্র, হত্যা, চুরিসহ ৫টি মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/২৯ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ